|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
জয়পুরহাটে জাল নোট ছাপানো চক্রের দুইজন আটক, জাল টাকা ও ছাপানোর সরঞ্জাদি উদ্ধার
প্রকাশের তারিখঃ ২ অক্টোবর, ২০২৪
সাখাওয়াত হোসেন, পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে জাল নোট ছাপানোর সরঞ্জাদি, জাল টাকা সহ এ চক্রের মূলহোতা সহ দুইজনকে আটক করেছে র্যাব- ৫।
১ অক্টোবর মঙ্গলবার জয়পুরহাট সদর উপজেলার বর্মণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৩৫ হাজার ৯শ টাকার জাল নোট, নগদ টাকা ও জাল নোট তৈরীর সরঞ্জাম উদ্ধার করে।
আটককৃতরা হলো জেলার কালাই উপজেলার মুলগ্রাম এলাকার আনিছুর রহমানের পুত্র ও জাল নোট ছাপানো চক্রের মুলহোতা আরাফাত আজিজুল হক (২০) তার সহযোগী নওগাঁর ধামুইরহাট উপজেলার রাঙ্গামাটি গ্রামের আহসান উল্লাহ রিয়াদ (১৬)। সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।র্যাব জানা যায়, আরাফাত ও আহসান দীর্ঘ দিন ধরে জাল নোট তৈরী ও বিপণন ব্যবসার সাথে জড়িত। তারা আসন্ন শারদীয় দূর্গা পূঁজা উপলক্ষ্যে জাল নোট তৈরী করে আসল টাকার বান্ডিলের মধ্যে কৌশলে ঢুকিয়ে আসল টাকা হিসেবে চালিয়ে দিত বলে প্রকাশ্যে স্বীকার করে। এছাড়াও তারা বিভিন্ন বিপণী বিতানে এসব জাল নোট বিপণন করত বলে জানায়। আটককৃত জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.