|| ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ || ১২ই রজব, ১৪৪৬ হিজরি
দুর্গা পূজা উদযাপন উপলক্ষে শ্রীনগরে প্রস্তুতি মূলক আলোচনা সভা
প্রকাশের তারিখঃ ১ অক্টোবর, ২০২৪
শ্রীনগরে দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জের শ্রীনগরে দুর্গা পূজা ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার দেউলভোগে সার্বজনীন কালি মন্দির প্রাঙ্গণে শ্রীনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আয়োজনে প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়।মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন মোদক এর সভাপতিত্বে ও
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব তাপস কুমার দাস এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন মুন্সি,
আরো উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ উল ইসলাম, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য সোনিয়া হাবিব লাবনী, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য জসিম মোল্লা, শিক্ষক নেতা জাহাঙ্গীর খান, জেলা বিএন পির সদস্য সিদ্দিকুর রহমান মন্টু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কাজী শামিম ইমাম সাচ্চু, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বাদশা, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমন হোসেন, শ্রীনগর সদর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম
শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম মোড়ল, সাঃ সম্পাদক শফিকুল ইসলাম ভুইয়া, মৎসজীবি দলের সভাপতি আমির হোসেন, মন্দির কমিটির সভাপতি কাজল দাস, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি তপন রাজবংশী, শ্রীনগর উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান মৃধা বাবু, সেচ্ছাসেবক দল নেতা ফাহাদ, জেকি, রনি, বুলেট, লিংকন প্রমুখ।
প্রস্ততি সভায় বক্তরা বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খিষ্টান৷ আদিবাসী বলে আলাদা কোনো পরিচয় নেই। আমাদের একটাই পরিচয় আমরা সবাই বাংলাদেশী।
সভায় উপস্থিত বিএনপির নেতৃবৃন্দরা বলেন, শারদীয় দূর্গা পূজা পালনে তারা প্রতিটা মন্ডপে এলিট ফোর্স হিসেবে কাজ করবে। বিগত বছরগুলোর তুলনায় এবছর আরো শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এদিকে প্রস্ততি সভায় পূজা উদযাপন পরিষদের নেতারা সরকারের পট পরিবর্তনের পর বিএনপি নেতারা তাদেরকে নিরাপত্তা দেয়ায় তারা সন্তুোষ প্রকাশ করে সকলকে পূজা উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার আহবান জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.