|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে প্রয়াত দলিল লেখকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
প্রকাশের তারিখঃ ১ অক্টোবর, ২০২৪
ঠাকুরগাঁওয়ে প্রয়াত দলিল লেখকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি \ ঠাকুরগাঁও সাব-রেজিষ্ট্রি অফিসের প্রয়াত দলিল লেখক নিত্য গোপাল বর্মনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। মঙ্গলবার দলিল লেখক কল্যাণ সমিতিতে প্রয়াত ওই দলিল লেখকের স্ত্রীকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ঠাকুরগাঁও দলিল লেখক কল্যাণ সমিতির আয়োজনে বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো: আব্দুল ওয়াদুদ সরকার, সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শচিন, সদস্য মো: আলমগীর, আব্দুল আওয়াল, মো: মানিকসহ অন্যান্য সদস্যগণ। এ সময় প্রয়াত দলিল লেখক নিত্য গোপাল বর্মনের স্ত্রী মহিমা রানীর হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
উল্লেখ্য যে, গত ২৪ সেপ্টেম্বর ঠাকুরগাঁও দলিল লেখক কল্যাণ সমিতির সদস্য নিত্য গোপাল বর্মন পরলোকগমন করেন। তার বাড়ি সদর উপজেলার চিলারং ইউনিয়নের বুড়িরবাঁধ এলাকায়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.