|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজারহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪
মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে পুজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সােমবার ৩০সেপ্টেম্বর সকাল ১০ঃ৩০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খাদিজা বেগমের সভাপতিত্ব বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান,সেনা ও পুলিশ কর্মকর্তা ছাড়াও ইউপি চেয়ারম্যান গণ।
উল্লেখ্য,আগামী ৯ অক্টোবর থেকে থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উদযাপিত হবে।
এবার রাজারহাট উপজেলার ১১৪ টি পূজা মন্ডপে দুর্গা পূজা উদযাপিত হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম এবং সেই সাথে পূজা মন্ডুপগুলােতে সিসি ক্যামেরায় আওতাভুক্ত রাখার সিদ্ধান্ত গৃহীত হয় বলেও জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.