|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় ভিন্ন ধর্মালম্বীদের নিয়ে প্রীতি সমাবেশ
প্রকাশের তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় ভিন্ন ধর্মালম্বীদের নিয়ে প্রীতি সমাবেশ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা জামাতে ইসলামীর উদ্যোগে সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শান্তা কমিউনিটি সেন্টারে উপজেলা আমির মাওলানা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা সেক্রেটারি মোহাম্মদ রজব আলী'র সঞ্চালনায় প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঠাকুরগাঁও জেলার নায়েবে আমির অধ্যাপক মোঃ বেলাল উদ্দিন প্রধান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মতিউর রহমান, উপজেলা নায়েবে আমির মাস্টার মিজানুর রহমান প্রমুখ।
এছাড়া সনাতনী হিন্দু নেতাদের মধ্যে বক্তব্য দেন, রাণীশংকৈল উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণ গোবিন্দ সাহা, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি গপেন্দ্র নাথ রায়, উপজেলাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাধন বসাক,রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মহাদেব বসাক, রাণীশংকৈল ডিগ্রী কলেজের অধ্যাপক প্রশান্ত কুমার বসাক সহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে বেলাল উদ্দিন প্রধান বলেন আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় এবং মুক্তস্বাধীনভাবে আপনাদের শারদীয় দুর্গাপূজা উদযাপন করবেন এ ব্যাপারে জামাতে ইসলামির পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে জানান তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.