|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
কাউনিয়ায় ফলের দোকানে ক্রেতা কম হতাশায় ফল ব্যাবসায়ীরা
প্রকাশের তারিখঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪
রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে কাউনিয়া বাসস্ট্যান্ডের মোড়ে পড়ন্ত বিকেলে নানান রকমের ফলের পসড়া সাজিয়ে বসে আছেন ফল ব্যবসায়ি আব্দুল কাদের সহ অনেকে।
তরতাজা বিভিন্ন ফলে পরিপূর্ণ দোকানে হাঁকডাকে ব্যস্ত সময় পার করছে।দু একজন ক্রেতা সেখানে তাদের পছন্দের ফলের দামদর করছেন।
তবে আগের তুলনায় ফলের দাম বেশী তাই ক্রেতা কম! ফল ব্যবসায়ি আব্দুল কাদের বলেন, বর্তমানে আমার দোকানে রয়েছে, আপেল ৩৪০ টাকা কেজি, পুজি আপেল ২৬০ টাকা কেজি,লাল আংগুল ৫০০ টাকা কেজি,কমলা ৩২০ টাকা কেজি,নরসিংদী আম ২০০ টাকা কেজি, ঝিনুক আম ২০০ টাকা কেজি,আমড়া ৪০ টাকা কেজি,মাল্টা ৩২০ টাকা কেজি, দরে বিক্রি করছি। এছাড়া দেশীয় ফল আনারস, তরমুজ, ডেউয়া, গোলাপজাম, বেতফল, গাব, জামরুল, আতাফল, কাঁচা তাল, আখ, বেল ও শরিফাসহ বিভিন্ন ফল রয়েছে আমার দোকানে।
পাশেই বসা আরেক ফল বিক্রেতা মকবুল হোসেন আমলকি ফল হাতে নিয়ে ক্রেতার উদ্দেশ্যে বলছেন, এই ফলে হাজার রকমের গুণ রয়েছে। খেতে খেতে স্বাদও বদলায়। মুখে দিলে এক স্বাদ চিবোলে আরেক স্বাদ, খেয়ে জল পান করলে মিঠা স্বাদ। তিনি আরো বলেন, আগের তুলনায় এখন ফলের দাম একটু বেশী হওয়ার ফলে ক্রেতা কমেগেছে। এদিকে ফল ক্রেতারা মিন্টু মিয়া বলেন, ফলের দাম অনেক বেশি হওয়ায় ক্রেতা কম।
তারিখঃ৩০-০৯-২৪
মোবাইলঃ ০১৭২৫৬৭১৯০২
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.