|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে সহযোগী মুক্তিযোদ্ধা বানানোর নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন
প্রকাশের তারিখঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪
মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ এর “সহযোগী মুক্তিযোদ্ধা ” বানানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ব্যক্তিরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী নুর ইসলাম, নুরুল হক, আবদুল কুদ্দুস ও আলমাছ আলী প্রমুখ।
ভুক্তভোগীরা জানান, বকশীগঞ্জ উপজেলার দত্তেরচর গ্রামের মোর্শেদুজ্জামান চান মিয়া সরকার ধানুয়া কামালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক মানুষকে সহযোগী মুক্তিযোদ্ধা বানানোর কথা বলে প্রতিজনের কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা করে হাতিয়ে নেন। মোর্শেদুজ্জামান চান মিয়ার সরকার সহযোগী মুক্তিযোদ্ধার নামে বিভিন্ন সরকারি ও অন্যান্য সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে এসব টাকা আদায় করেন। বিনিময়ে প্রত্যেক ব্যক্তিকে একটি করে সহযোগী মুক্তিযোদ্ধার সনদপত্র , একটি আইডি কার্ড, একটি টিশার্ট প্রদান করেন।
তাই মিথ্যা প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা চান মিয়া সরকারের বিচার ও শাস্তির দাবি করেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.