|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবির মন্দির পরিদর্শনে সেনাবাহিনী
প্রকাশের তারিখঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪
সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধি
আসন্ন সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা অবাধ সুষ্ঠ ও শান্তি শৃংঙ্খলাভাবে উদযাপনের লক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মন্দিরগুলো পরিদর্শন করেন সেনাবাহিনী। এসময় তারা মন্দির কমিটির সঙ্গে কথা বলছেন এবং পুজা পালনে কোন প্রকার সমস্যার সৃষ্টি হলে তাদের সঙ্গে তৎক্ষনাত যোগাযোগ করার পরামর্শ দেন। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সকল মন্দির পরিদর্শনকালে থানা পুলিশ সঙ্গে ছিলেন। উপজেলার শিমুলতলী, বারোয়ারী, বাগজানা, রতনপুর, সোনাপুর, শালুয়া, হাটখোলা, কেশবপুর ও আয়মারসুলপুর সহ বিভিন্ন দূর্গা মন্দির পরিদর্শন করেন সেনা ও পুলিশ সদস্য। সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ এনামুল হকের নেতৃত্বে ২ পিকআপ সেনাসদস্য দূর্গাপুজার মন্দিরগুলো পরিদর্শন করেন। এসময় থানার এসআই মোঃ জাহিদুল ইসলাম জাহিদ সেনাসদস্যদের সঙ্গে ছিলেন। পাঁচবিবি উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী বলেন, উপজেলায় এবছর ৭৬’টি মন্দিরে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা উদযাপন হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.