|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশের তারিখঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৪
ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ি মো: সুমন রানা (৩০) কে গ্রেফতার করা হয়। রোববার মধ্যরাতে রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের চেকপোষ্ট কলোনী থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে সাজা প্রদান করা হয়।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ওই দিন রাতে রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ, আনসার সমন্বয়ে টাস্কফোর্স গঠন করা হয়। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর অধিনস্থ জগদল বিওপির দায়িত্বপুর্ন এলাকার সীমান্ত পিলার ৩৭৪/৩-আর হতে আনুমানিক ৭শ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলাধীন কাশিপুর ইউপির ‘চেকপোষ্ট কলোনী” গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এ সময় ওই গ্রামের মো: রফিকের ছেলে মো: সুমন রানাকে ফেনসিডিলসহ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার। তার বিরুদ্ধে রানীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা নথিভুক্ত রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.