|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় বিএনপি ২৫০ আসন নিয়ে সরকার গঠন করবে রুমিন ফারহানা
প্রকাশের তারিখঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪
মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি
শুক্রবার ২৭ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি গণি শাহ মাজার প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহিদদের স্মরণে ও বিএনপির চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাজী নাজমুল ইসলাম তাপসের সভাপতিত্বে
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন
দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। তিনি আরো বলেন
গত ৮ অগাস্ট দায়িত্ব গ্রহণ করা অন্তর্বর্তীকালিন সরকার নির্বাচনের কোনো সময়সীমা না দিয়ে সংস্কারের কথা বলে যাচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন আমরা বিশ্বাস করি সংবিধান, আইন ও বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন। তাই আমি আহ্বান জানাব যত দ্রুত সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে একটি
গণতান্ত্রিক ব্যবস্থায় দেশকে ফিরিয়ে আনা। এবং অন্য কোনো ব্যবস্থা যেন ঢুকে পড়তে না পাড়ে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানান। কাউকে এমপি বানিজ্য ও পকেট কমিটি এই কমিটি সেই কমিটি বলে টাকা কামানোর সুযোগ দেওয়া হবে না, নবীনগর উপজেলার উন্নয়নে একজন ক্লিন আমেজের তরুণ প্রজন্মের অহংকার কাজী নাজমুল ইসলাম তাপসের মতন নেতা কে প্রয়োজন,শতশত মানুষের উপস্থিতি তে বুঝা যায় নাজমুল ইসলাম তাপস কে ভালোবাসে নবীনগরবাসী। এ সময় রুমিন ফারহানা বলেন
প্রশাসনের সব ইউনিটকে দ্রুত সংস্কার করে দেশকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের উপযোগী করতে হবে।
সুষ্ঠু নির্বাচন হল বিএনপি ২৫০টির বেশি আসন নিয়ে সরকার গঠন করবে বলেও জানান বিএনপির এই নেত্রী। ওক্ত সভায়
বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপসের সভাপতিত্বে আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র মাঈনউদ্দিন মাঈনো সহ বিএনপির জেলা উপজেলার নেতাকর্মী ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন এ সময় বক্তারা কাজী নাজমুল ইসলাম তাপস এর হাত কে শক্তিশালী করতে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.