|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
মিরসরাইয়ে ইসলামী পাঠাগারের উদ্বোধন ও কর্মী সম্মেলন
প্রকাশের তারিখঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪
মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড জনার্দ্দনপুর গ্রামে সর্বসাধারণের মাঝে শিক্ষার আলো ছড়াতে একটি ইসলামী পাঠাগারের উদ্বোধন ও কর্মী সম্মেলন করা হয়েছে।(২৮ সেপ্টেম্বর) শনিবার বিকালে ইসলামী পাঠাগার উদ্বোধন উপলক্ষে জনার্দ্দনপুর স্কুলের হলরুমে উদ্বোধনী সভার ও কর্মী সম্মেলন আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী জোরারগঞ্জ থানার শুরা কর্ম পরিষদের সদস্য ও বাইতুল মাল সম্পাদক এবং ৮ নং দুর্গাপুর ইউনিয়নের আমির জনাব ডাঃ আবদুল গফুর।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং দুর্গাপুর ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের সভাপতি ডাঃ জাহেদুল ইসলাম।সঞ্চালনায় ছিলেন মোঃ আমানুল ইসলাম।মিরসরাই উপজেলার সাবেক ছাএনেতা রেদোয়ানুল হক।অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন.মোহাম্মদ হারুন মাস্টার,অহিদুর নবী,রবিউল হোসেন মেম্বার.মাসুম,আবদুল আলিম,শহিদসহ আরো অনেক।প্রধান অতিথি বলেন, মাদকমুক্ত সমাজ বিনির্মাণে ইসলামী পাঠাগার ভূমিকা রাখবে। একটি পাঠাগার হল জ্ঞান অর্জনের বাতিঘর, পাঠাগারে বিভিন্ন বই পড়ে জনগণ নিজেকে একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। এলাকায় এই ধরনের কর্মকান্ড সবার জন্য মাইল ফলক হয়ে থাকবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা যেন ভালোভাবে উদযাপিত হয় সে ব্যাপারে উপজেলা জামায়াতে ইসলামী প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষণিক পাহারা দেওয়ার কথা বলেন, সেইসাথে পূজা উদযাপনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.