|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
নান্দাইলে মামুনুল হকের গণ সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪
নান্দাইল ময়মনসিংহ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা খেলাফত যুব মজলিসের উদ্যোগে হেফাজতে ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত, নিহতদের স্মরণে আজ ২৮ সেপ্টেম্বর নান্দাইল চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে দুপুর ১১ ঘটিকায়, খেলাফত যুব মজলিস নান্দাইল উপজেলা শাখার সভাপতি মাওলানা জুবায়ের আহমেদ এর সভাপতিত্বে প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শামছুল ইসলাম রহমানীর সঞ্চালনায় এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি বারবার কারা নির্যাতিত মাজলুম আলেমেদ্বীন আল্লামা মামুনুল হক তিনি স্বৈরাচার খুনি হাসিনার পতন আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, কেন্দ্রীয় নেতা মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওঃ ফজলুর রহমান
জামিয়া আরাবিয়া আহাদিয়া বারুইগ্ৰাম মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল আলম, ইসলামী আন্দোলন নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি আবুল হাসিম, ইত্তেফাকুল উলামা নান্দাইল উপজেলা শাখার সভাপতি মুফতি ইব্রাহিম কাসেমী,সহ সভাপতি মাওলানা আমরুল্লাহ ,সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়ালী উল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক মুফতি শহীদ উল্লাহ ,মাওঃ আব্দুছ ছাত্তার, খেলাফত যুব মজলিস নান্দাইল উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান জনি , মোঃ মারুফ হাসান সহ প্রমুখ। উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলার সর্বস্তরের হাজার হাজার ইসলাম প্রিয় তৌহিদি জনতা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.