|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
প্রকাশের তারিখঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪
মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
" নতুন বাংলাদেশ : চাই বাকস্বাধীনতা, চাই তথ্যে অবাধ অভিগম্যতা" প্রতিপাদ্যকে সামনে রেখে টিআইবি'র অনুপ্রেরণায় গঠিত কুড়িগ্রাম সচেতন নাগরিক কমিটি ( সনাক) এবং জেলা প্রশাসন পৃথক ভাবে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করে।
কুড়িগ্রাম সনাক খলিলগন্জ এলাকায় আরকে রোডে সকালে মানববন্ধন আলোচনা এবং র ্যালীর আয়োজন করে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দীন, সনাক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি সামিউল হক নান্টু, জেলা শিক্ষা অফিসার শামসুল আলম, উদয় শংকর চক্রবর্তী, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, সৌমেন দাস, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.