|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
মিরসরাইয়ে খৈয়াছড়া ঝরনায় পাথরের আঘাত খেয়ে ব্যাংক কর্মকর্তা নিহত
প্রকাশের তারিখঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪
মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে ঝরনায় ঘুরতে এসে পাথরের আঘাত খেয়ে মাহাবুব হাসান (৩০) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খৈয়াছড়া ঝরনায় এই দূর্ঘটনা ঘটে।এসময় গাজী আহমেদ বিন শামস (৩৫) নামের আর এক পর্যটক গুরুত্বর আহত হয়েছে।নিহত মাহাবুব হাসান ঢাকার যাত্রাবাড়ী এলাকার জাহাঙ্গীর আলামের ছেলে। সেই ওয়ান ব্যাংক লিমিটেডের হেড অফিসে বিজনেস সাপোর্ট অফিসার হিসাবে দায়িত্বরত ছিলেন।খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা থেকে ৬ জন ব্যাংক কর্মকর্তা বেড়াতে আসেন খৈয়াছড়া ঝরনায়। দুপুরে গোসল করার সময় ঝরনার উপর থেকে বড় পাথর পড়ে নিহত মাহাবুব হাসানের মাথায়। সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে লাশ উপরে নিয়ে আসে। আহত একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপতালে প্রেরণ করে।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, পর্যটক নিহতের ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। লাশ উদ্ধার করে থানা পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
মিরসরাই থানার ওসি আবদুল কাদের জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশের টিম। ময়নাতদন্তের শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.