|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
মহানবীকে কটূক্তির প্রতিবাদে পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল
প্রকাশের তারিখঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪
সাখাওয়াত হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেবির সাংসদ নিতেশ রানে কর্তৃক মহানবী হযরত মোহাম্মত (সা.)কে কটূক্তির প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিবাদী মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুম্মা নামাজের পর সর্বস্তরের তাওহীদী জনতার ব্যানারে পাঁচবিবি বায়তুন নুর জামে মসজিদ উত্তর গেট থেকে একটি প্রতিবাদী মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয় ।
এতে বক্তব্য রাখেন বায়তুন নুর জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, রাফিউল ইসলাম রুবেল, বায়তুন নুর জামে মসজিদের মুয়াজিন হাফেজ মাওলানা জামিল হোসেন প্রমুখ।
অবিলম্বে রাসুল ( সাঃ) নামে কটূক্তিকারী রামগিরি মহারাজ ও নিতেশ রানে কে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় ভারতের পণ্য বর্জন সহ ভারত অভিমুখী লং মার্চের হুঁশিয়ারী দেন বক্তারা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.