|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহনে উদ্বুদ্ধকরণ সভা
প্রকাশের তারিখঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪
সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভায় অবস্থিত বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম-মোয়াজ্জেম এমন ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহনে অবহিত ও উদ্বুদ্ধকরণ সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার দারুল ইসলাহ্ একাডেমীর অডিটরিয়ামে পাঁচবিবি পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অবহিত-উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করেন। পৌরসভার সব সেক্টরে সঠিক নিয়মে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প কমিউনিটি মোবিলাইজেশনের লক্ষে সচেতনতা বৃদ্ধির কর্মসুচী পাঁচবিবি পৌরসভা গ্রহন করেন। উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও (ভারপ্রাপ্ত) সচিব মোঃ জোবাইদুল হক। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মোঃ রুহুল আমিন। এসময় উপস্থিত বক্তব্য রাখেন পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী মোঃ ইউসুফ আলী (সিভিল-২), ঢাকা থেকে আগত টেকনিক্যাল সাপোর্ট ইউনিটের আবাসিক প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, কমিউনিটি মোবালাইজার মোঃ আতোয়ার হোসেন ও দারুল ইসলাহ্ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.