|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রাম সদর উপজেলার ইউএনও শহীদ নুর আলমের ভূমিষ্ঠ সন্তানকে খাদ্য সামগ্রী উপহার দিলেন
প্রকাশের তারিখঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪
মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামে ছাত্র আন্দোলনে নিহত নুর আলমের সদ্য ভুমিষ্ঠ শিশু সন্তানের খোঁজ খবর ও শুভেচ্ছা উপহার দিয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোছাঃ সাদিয়া পারভীন।
মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাঁচিচর গ্রামে শহীদ নুর আলমের শ্বশুর বাড়িতে যান তিনি।
এসময় নুর আলমের স্ত্রী মোছাঃ খাদিজা বেগমের হাতে সদ্য ভুমিষ্ট ছেলে সন্তান আব্দুল খালেকের জন্য নতুন পোশাক, উপকরণ ও ফল -মুল তুলে দেন।
পরে নুর আলমের নবাগত সন্তানের স্বাস্থ্য চিকিৎসা ও পারিবারিক বিষয়ে খোঁজ খবর নেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার এম,এন শরিফুল ইসলাম, ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আব্দুল হকসহ স্থানীয়রা। এর আগে সোমবার ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান ভূমিষ্ঠ শিশুর খোঁজখবর সহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়েছেন।
উল্লেখ্য গত ২০ শে জুলাই বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের ঘটনায় গুলিতে নিহত হন শহীদ নুর আলম।তিনি গাজীপুর চৌরাস্তায় রাজমিস্ত্রি কাজ করার জন্য বাহির হলে আন্দোলনের মুখে পড়েন নুর আলম। পরে প্রশাসনের এলোপাথাড়ি গুলিতে গুলি বিদ্ধ হয়ে মারা যান তিনি।মারা যাওয়ার সময় স্ত্রী খাদিজা ৮ মাসের গর্ভবতী ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.