|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবি সীমান্তে চোরাচালান, মাদক প্রতিরোধে বিজিবির মত বিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪
সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমন্তে অপরাধ- চোরাচালান, ইভটিজিং, বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে বিজিবির আয়োজনে জনসচেনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর বিকেলে জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন বিজিবি কয়া ক্যাম্পের আয়োজনে কয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাগাজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হকের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ নেওয়াজ পিএসসি.।
বাগজানা ইউপি সদস্য আরিফ হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, কয়া বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব ইব্রাহিম, কয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা বেগম।
এসময় উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন বিএনপির কবির হোসেন মেম্বার, ধরঞ্জী ইউপি সদস্য লাইজুর রহমান সহ এলাকার সুধী ও আটাপাড়া, কয়া, হাটখোলা ক্যাম্পেন বিজিবি ক্যাম্প কমান্ডার ও বিজিবি সদস্যরা।
শেষে প্রধান অতিথি কয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.