|| ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবি পৌরসভা পরির্দশনে বিভাগীয় পরিচালক
প্রকাশের তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪
সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা পরির্দশন করেন স্থানীয় সরকার অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক (যুগ্ন-সচিব) মোঃ পারভেজ রায়হান। গতকাল দুপুরে তিনি পৌরসভা পরির্দশনে আসলে এসময় তাঁকে ফুল দিয়ে স্বাগত জানায় অতিরিক্ত জেলা প্রশাসক ও পাঁচবিবি পৌরসভার দ্বায়িত্বপ্রাপ্ত প্রশাসক মোঃ সবুর আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ বেলায়েত হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মোঃ জোবাইদুল হক, উপ-সহকারি প্রকৌশলী মোঃ ইউসুফ আলী (সিভিল-২), কাউন্সিলর মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও আনিছুর রহমান বাচ্চু সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ। পরে তিঁনি পৌর প্রশাসকের কার্যালয়ে সবাইকে নিয়ে বৈঠক করেন এবং বিভিন্ন উন্নয়নমুলক কাজের অগ্রগতি সর্ম্পকে খোঁজ খবর নেন। এসময় তিঁনি সকলের উদ্যেসে বলেন, সততার সহিত আপনারা আপনাদের দ্বায়িত্ব পালন করবেন। এরপর তিঁনি পৌরসভার বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.