|| ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুই জন নিহত ও একজন নারী সহ তিন জন গুরুতর আহত
প্রকাশের তারিখঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৪
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দুই জন নিহত ও একজন নারী সহ তিন জন গুরুতর আহত
মাজেদুর রহমান,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া গোপালপুর গ্রামের ভুল্লী নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে দুই জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল তিন টার দিকে চার পাঁচ জন ছেলে ক্রিকেট খেলার পর ভুল্লী নদীতে গোসল করতে নামে এমন সময়ে আকাশে বৃষ্টি ও বজ্রপাত হলে আরিফুল ইসলাম (১৫) পিতা,দুলাল ইসলাম এবং মনির হোসেন (১৪) পিতা,নজরুল ইসলাম উভয়ের বাড়ি ঠাকুরগাঁও ভুল্লী থানার ১৮ নং শুখান পুখরী ইউনিয়নের লাউথুতি গ্রামে তারা দু জনেই ঘটনা স্থলে মারা যায়। স্থানীয়রা ভুল্লী নদী থেকে তাদের লাশ সহ পাঁচ জন কে উদ্ধার করে।
আহতরা হলেন, ফারুক ইসলাম (১৫) পিতা, হাফিজুর ইসলাম । ফজিলা (৩৫) পিতা, সিদ্দিক মিয়া। ফরিদ (১৭) পিতা, ইউসুব আলী। তিন জন বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গড়েয়া গোপালপুর গ্রামে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জরুরী চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠায়।
এ বিষয় ঠাকুরগাঁও সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.