|| ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জে দিপালি নামে এক মহিলাকে সাপে কাটে।অবশেষে মৃত্যু।
প্রকাশের তারিখঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪
হাজীগঞ্জ উপজেলার ৫ নং সাদর ইউনিয়নের উচ্চংগাঁ সুএ ধর বাড়ীতে ৮নং ওয়ার্ড দিপালী রানী(৫৯) নামে এক মহিলাকে সাপে কাটে।
জানা যায়, ভোর পাঁচটায় টয়লেটে যায় টয়লেট থেকে বেরিয়ে রান্না ঘরে যায়, সেখান থেকে বেরিয়ে আসার সময় সাপটি পায়ে পেছ দিয়ে দুটি কামড় মারে হাটুর নিচে।
এমন অবস্থায় পায়ে কামড়ের ব্যথা অনুভব করলে দিপালী রানী ডাক চিৎকার করে, এতে স্বামী নিরঞ্জন সূত্রধর সহ ঘরের সকলে বেড়িয়ে আসে।
এসময় পুএ শিবানী রানী তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়,।
সদর হসপিটালের চতুর্থ তলায় দিপালী রানীকে ভর্তি করা হয় ডাক্তার রক্ত পরীক্ষা করে।
স্বামী নিরঞ্জন সূত্রধরকে ওষুধ আনতে পাঠালে এর মধ্যে ফিরে এসে দেখেন স্ত্রী আর নেই। ডাক্তার শিবানী রানীকে বলেন অনেক দেরিতে রুগি নিয়ে আসা হয়েছে রুগি শরীরে আদা বিষাক্ত শরীরে প্রবেশ করার কারনে মৃত্যু। তবে নিরঞ্জন সূত্রধর বলেন।
অন্য দিকে শিবানী রানীর অভিযোগ - সদর হাসপাতালের নাস ও ডাক্তারদের ডেকেও আনা যায়নি যদি তারা একটু দ্রুত আসতেন তাহলে রোগীকে বাঁচানো সম্ভব হতো। ডাক্তারের বক্তব্য পাওয়া যায়নি।
মৃত্যুকালে ২ ছেলে ১ মেয়ে সহ আত্মীয়-স্বজন রেখে গেছেন রেখে গেছেন। অকাল মৃত্যুতে এলাকায় শোকের মতন বয়ে বেড়াচ্ছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.