|| ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ৬ই রমজান, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফেরদৌস ও সম্পাদক বেলাল নির্বাচিত
প্রকাশের তারিখঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪
সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা ও কমিটি গঠন অনুষ্ঠান গতকাল রবিবার রাত ৮ টায় স্থানীয় কালাইহাটি চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আড়ৎদার জাহিদুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ডালিম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, বণিক সমিতির সহ-সভাপতি আহসান হাবিব এসপি, সহ-সাধারণ সম্পাদক মামুন দেওয়ান, কোষাধ্যক্ষ নাজিবুল্লাহ্, দপ্তর সম্পাদক রাইবুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের, সাবেক ছাত্রনেতা রিপন আকন্দ, আপেল, রকি, রাব্বি প্রমুখ।
সভাশেষে সর্ব সম্মতিক্রমে কাঁচা বাজারের আড়ৎদার মাহফুজুল হক ফেরদৌসকে সভাপতি, বেলাল হোসেনকে সম্পাদক, কামরুজ্জামান সবুজ সাংগঠনিক সম্পাদক ও পরিমল কুন্ডুকে কোষাধ্যক্ষ নির্বাচিত ঘোষণা করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.