|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
চকরিয়ায় ডাকাত সিন্ডিকেটের ২ সদস্য সহ একই রাতে ৩জন গ্রেফতার; চোরাই মোটরসাইকেল উদ্ধার
প্রকাশের তারিখঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪
কক্সবাজারের চকরিয়ার হারবাংয়ে বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত সিন্ডিকেটের ১০ মামলার পলাতক ২ দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে হারবাং ফাঁড়ি পুলিশ।
২২ সেপ্টেম্বর রাত পৌনে ৩টার দিকে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদের নেতৃত্বে এসআই মহসিন চৌধুরী (পিপিএম), এএসআই সোলায়মান খাঁনসহ সঙ্গীয় পুলিশ সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করে হারবাং নোনাছড়ি এলাকা থেকে ১টি xcd-125 চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চকরিয়া পৌরসভা ৫নং ওয়ার্ডের করাইয়াঘোনা এলাকার নাজিম উদ্দিনের ছেলে ৪ মামলার আসামী ইয়াছিন আরাফাত ইশফাত (৩০) ও পার্বত্য বান্দরবানের লামা উপজেলার লাইনঝিরি ৮নং ওয়ার্ড এলাকার ওয়াছের আলীর ছেলে ১০ মামলার পলাতক আসামী আব্দুল করিম প্রকাশ- করিম ডাকাত (৩২)। বিষয়টি নিশ্চিত করেছেন হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদ। এসময় তিনি বলেন, গ্রেফতারকৃত ২ ডাকাত সদস্য চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রতিনিয়ত ডাকাতি ও ছিনতাই কাজে জড়িত ছিলো। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে, একই রাতে আরো একটি বিশেষ অভিযানে হারবাং নোয়াপাড়া এলাকা থেকে ছিনতাই মামলার ৫ বছরের সাঁজাপ্রাপ্ত মোঃ মনিরুল ইসলাম ছোটন নামের ১ আসামীকে গ্রেফতার করেন হারবাং ফাঁড়ি পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মনিরুল ইসলাম ছোটন হারবাং নোয়াপাড়া এলাকার কবির আহমেদের ছেলে বলে জানা গেছে। এ বিষয়টি নিশ্চিত করেন হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মহসিন চৌধুরী পিপিএম। এসব অভিযানের বিষয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরিদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক ডাকাতি এবং ছিনতাই মামলা রয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া মহোদয়ের দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হই। অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.