|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
টাঙ্গাইলের ভূঞাপুরে নৌ- পুলিশ ফাঁড়ির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪
আমিনুল ইসলাম,
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে নৌ- পুলিশ ফাঁড়ির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ঘটিকায় ভূঞাপুর নৌ - পুলিশ ফাঁড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভূঞাপুর নৌ - পুলিশ ফাঁড়ির ইনচার্জ(আইসি) কামাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম শাপলা, গোবিন্দাসী ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর মাওলানা ইসমাইল হোসেন,বিএনপির নেতৃবৃন্দ,বিআইডব্লিউটিসি'র কর্মকর্তা সহ ভূঞাপুর উপজেলার যমুনা নদীর মৎস্য ব্যবসায়ী, নদী ঘাট এর ইজারাদার সদস্যরা সহ যমুনা নদী ব্যবহারকারী বিভিন্ন শ্রেণির ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই মতবিনিময় সভায় যমুনা নদী নিয়মিত ব্যবহারকারী ব্যক্তিরা তাদের বিভিন্ন সমস্যার কথা ইনচার্জ কামাল হোসেন এর কাছে তুলে ধরেন এবং কিভাবে এই যমুনা নদীতে পুলিশ এবং বিভিন্ন শ্রেণি পেশার ব্যবসায়ীরা একসাথে মিলেমিশে কাজ করতে পারে এ বিষয়ে আলোচনা করা হয়।
গোবিন্দাসী ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর মাওলানা ইসমাইল হোসেন বলেন, আমাদের সকলকে একসাথে হয়ে আমাদের সকলের সম্পদ যমুনা নদীকে রক্ষা করতে হবে,যারা যমুনা নদী থেকে বালু উত্তোলন করে তাদের বৈধ পথে বালু উত্তোলন করতে হবে। নদী রক্ষার্থে দলবল নির্বিশেষে সকলকে কাজ করতে হবে।
চর - গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম শাপলা বলেন, রাতের আঁধারে কেউ যাতে অবৈধ ভাবে বালু উত্তোলন করতে না পারে সে ব্যাপারে সবাই পুলিশকে সহযোগিতা করবেন এবং কেউ যদি বালুর ব্যবসা করতে চায় তাকে নিয়ম মেনে বৈধ ভাবে ব্যবসা পরিচালনা করতে হবে।
ভূঞাপুর নৌ - পুলিশ ফাঁডির ইনচার্জ(আইসি) কামাল হোসেন বলেন, এখন থেকে সপ্তাহে দুই দিন নদীতে টহল কার্যক্রম পরিচালনা করা হবে। নৌ- পুলিশ ফাঁডি এরিয়ার ৫০ মিটার এর মধ্যে কেউ বালু উত্তোলন করতে পারবে না। যারা বালু উত্তোলন করতে ইচ্ছুক তাদের কাছে বৈধ কাগজপত্র থাকতে হবে,নদীতে বালুবাহী বাল্কহেড ও নৌকা চলাচলের সময় তাদের সঙ্গে বৈধ কাগজপত্র রাখতে হবে, এছাড়া নদীতে যেকোনো ধরনের সমস্যা হলে তার সাথে সরাসরি অথবা মুঠোফোনে যোগাযোগ রাখার জন্য বলেন তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.