|| ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
নান্দাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত-আহত পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ
প্রকাশের তারিখঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪
ফরিদ মিয়া নান্দাইল
ময়মনসিংহ জেলায় নবযোগদানকারী প্রশাসক মোঃ মুফিদুল আলম বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হল রুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নান্দাইলে নিহত ৭ পরিবার ও আহত ১৪ পরিবারের প্রতিনিধিদের হাতে জেলা প্রশাসন থেকে বরাদ্দকৃত অনুদানের অর্থ তুলে দেন। এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের দাবীর প্রেক্ষিতে একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ফয়জুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা শাহরব হোসেন দুর্জয়, তানজিদ শাহারিয়ার ঝন্টু, উপজেলা বিএনপি নেতা পল্লব রায়, পৌর কমিশনার মনির হোসেন, জামায়েত নেতা কাজী শামসুদ্দিন, ইসলামী আন্দোলনের পক্ষে আবদুল আহাত, বিএনপি নেতা মাসুম খান, মিডিয়ার পক্ষ থেকে সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, রবিউল আলম ফরাজী প্রমুখ নেতৃবৃন্দ। সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি নেতা সাবেক পৌর মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুল, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, মোঃ আবদুল মান্নান মাস্টার, মোঃ আনোয়ার হোসেন মাস্টার সহ নেতৃবৃন্দরা যোগদান করেন। জেলা প্রশাসক মোঃ মুফিদুল আলম বলেন, নান্দাইল উপজেলা সদর সহ নান্দাইল চৌরাস্তা ও অন্যান্য স্থানে সরকারী জায়গায় নির্মিত সকল অবৈধ স্থাপনা জরুরীভাবে উচ্ছেদ করার জন্য নান্দাইল উপজেলা প্রশাসনকে নিদের্শ প্রদান করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অর্জিত বিজয় ধরে রাখতে প্রশাসন, মিডিয়া, রাজনৈতিক নেতৃবৃন্দ সকলেই মিলেমিশে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি চাঁদাবাজী, মাদক, জুয়া সহ সকল সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থান গ্রহন করেছে। দেশ সংস্কারে সকলকে বর্তমান সরকার ও প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান। সভায় নান্দাইল উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.