|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
কচুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এম. আবদুল হালিম
প্রকাশের তারিখঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪
শান্তুু ধর কচুয়া প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে এম. আবদুল হালিম যোগদান করেছেন। কচুয়া থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানকে চাঁদপুরে বদলি করা হয়েছে। সোমবার রাতে তিনি নতুন এ কর্মস্থল কচুয়া থানায় যোগদান করেছেন।
এর আগে এম. আবদুল হালিম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি’র) ইনসপেক্টর ডিবি’র ওসি ও ওসি তদন্ত পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তাকে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়।
ওসি এম. আবদুল হালিম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা। তিনি ২০১০ সালে সর্বপ্রথম বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে চট্টগ্রাম জেলায় যোগদান করেন। এদিকে নয়া এ কর্মস্থল কচুয়া থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে উপজেলা প্রশাসন, দলীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও মিডিয়া কর্মীদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.