|| ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনবার্সনের ব্যবস্থা করবো- উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ
প্রকাশের তারিখঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪
মীরসরাই, চট্টগ্রাম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ বলেছেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি জনগণ ও বিভিন্ন সংগঠন যেভাবে সহযোগিতা করেছে তার অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত পুনবার্সনের ব্যবস্থা করবো।’
সোমবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের মীরসরাইয়ে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন ও স্বাস্থ্য সুরক্ষা কিট বিতরণ অনুষ্ঠানে মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সঞ্চালনায় সরকারের উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ জহির দেওয়ান, নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাশ, এলজিইডি চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায় প্রকৌশলী মোঃ মাহববুবুর রহমান, এলজিইডি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী প্রমুখ।
উপদেষ্টা এএফ হাসান আরিফ আরো বলেন, ‘সব সংস্থার মধ্যে প্রচেষ্টা না থাকলে বন্যার ক্ষতি কাটিয়ে ওঠা কষ্টসাধ্য ছিলো। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে আমরা জোর দিচ্ছি। কারণ গ্রামীণ থেকে সব পর্যায় পর্যন্ত যোগাযোগটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বন্যা-পরবর্তী অন্যান্য যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাও দেখা হচ্ছে। সেজন্য সব সংস্থাকে সমন্বয় করে একসঙ্গে কাজ করার ব্যাপারে কথা হয়েছে। সড়ক ও যোগাযোগ ব্যবস্থা আমরা স্বাভাবিক করতে সব পদক্ষেপ নেব।’
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.