|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পটুয়াখালীর লাউকাঠিতে যুবদল নেতা কর্তৃক এক ব্যবসায়ীর জমি দখল
প্রকাশের তারিখঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর লাউকাঠিতে যুবদল নেতা কর্তৃক এক ব্যবসায়ীর জমি দখল
সুত্রে জানা গেছে, জমি বিক্রি করে ক্রেতাকে বুঝিয়ে না দিয়ে জোর করে দখলে রেখেছে পটুয়াখালী জেলার লাউকাঠি ইউনিয়নের যুবদল নেতা রহমত মিয়া (৪০)। জমির কাছে যাতে না আসতে পারে এবং ধার টাকা যাতে শোধ না করতে হয় সে জন্য উল্টো ক্রেতার নামে করেছেন একাধিক মামলা।
রহমত মিয়ার পিতা আলী আকবর ওরফে আলী আকব্বর (৭৪) গত ২০২৩ সালের ডিসেম্বরে লাউকাঠি বাজারে ৭.৫ শতাংশ জমি বিক্রি করলেও এখন পর্যন্ত জমির দখল দেননি ঢাকার ব্যাবসায়ী জিএম জিয়াদ হোসেনকে (৪৪)। জিএম জিয়াদ হোসেনের গ্রামের বাড়ি পটুয়াখালীর, লাউকাঠি ইউনিয়নের ডেউখালীতে। তিনি ঢাকাতেই বসবাস করেন। মাদ্রাসা নির্মাণের উদ্দেশ্যে তিনি জমিটি ক্রয় করেছিলেন। সুত্রে আরও জানা গেছে,
কথা ছিল জমি বিক্রির সঙ্গে সঙ্গে জমিতে থাকা ঘর সহ দখল বুঝিয়ে দিবেন কিন্তু সে সময় ভাংগা মাস থাকায় আলী আকবর ও তার দুই ছেলে রহমত মিয়া ও মো: আলী (৩৫) সাত দিনের সময় চান। ক্রেতা মানবিক দৃষ্টি বিবেচনায় সাত দিনের সময় দেন, কিন্তু এখন পর্যন্ত তারা দখল বুঝিয়ে দেননি। দখল চাইতে গেলে প্রথমে হুমকি ধামকি এবং পরবর্তীতে দেওয়ানী (বণ্টনের মামলা) মামলা ঠুকে দেন যাতে দীর্ঘদিন তারা জমিটি ভোগ দখল করতে পারেন। আরও জানা গেছে,
রেজিস্ট্রির আগে জমিটি ইসলামী ব্যাংক পিএলসি পটুয়াখালী শাখায় দায়বদ্ধ ছিল। ব্যাংক থেকে দায় মুক্তি করাতে (জমির দাম বাদে) বিক্রেতা আলী আকবর ক্রেতা জিএম জিয়াদ হোসেনের কাছ থেকে ৭ লক্ষ টাকা ধার নেন, ১ মাসের মধ্যে শোধ করবেন মর্মে।
কিন্তু সেখানেও উল্টো বিক্রেতা আলী আকবর তার নামে ব্ল্যাংক চেকের প্রতারণা মামলা দিয়ে তাকে হয়রানি করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.