|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
নব নিযুক্ত সহকারি অ্যাটর্নী জেনারেল কে পাঁচবিবিতে গনসংবর্ধনা
প্রকাশের তারিখঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৪
সাখাওয়াত হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
বাংলাদেশের নব নিযুক্ত সহকারি অ্যাটর্নী জেনারেল মোঃ জোবায়দুর রহমান বাবুকে নির্বাচিত করায় তার নিজ জন্মভূমি জয়পুরহাটের পাঁচবিবিতে গন সংবর্ধনা দেয়া হয়েছে।
আজ ১৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে পাঁচবিবি উপজেলা রংধনু সামাজিক সেবা সংগঠন ও এলাবাসীর আয়োজনে বিয়াম মডেল এন্ড কলেজ মাঠে তাকে এ গন সংবর্ধনা দেয়া হয়।
রংধনু সেবা সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম নয়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রী শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ গোলাম কিবরিয়া মন্ডল, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল ইসলাম, থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএমপির আহ্বায়ক আবুল হাসনাত মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান, পৌর বিএমপিরর আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুক্তার প্রমুখ।
সংবর্ধনায় বিএনপি ও জামায়াতে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা নব নির্বাচিত সহকারি অ্যাটার্নী জেনারেলকে ১২টি প্রতিষ্ঠান থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শেষে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.