|| ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৮শে রজব, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।।
প্রকাশের তারিখঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে সর্বস্তরের জনগন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৪ই সেপ্টেম্বর শনিবার বিকাল ৫ সাড়ে টায় পাঁচবিবি থানা পুলিশের আয়োজনে উক্ত মত বিনিময় সভা চাঁনপাড়া বাজারে অনুষ্ঠিত হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসানের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলার নবাগত পুলিশ সপার মুহম্মদ আব্দুল ওয়াহাব।
থানার সেকেন্ড অফিসার এস.আই. সুশান্ত কুমারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, আটাপুর ইউপি চেয়ারম্যান আ.স.ম. সামছুল আরেফিন চৌধুরী আবু, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, সনাতন ধর্মালম্বীদের প্রতিনিধি ও পাঁচবিবি বণিক সমিতির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বাপ্পী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আজিজুল ইসলাম প্রমুখ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.