|| ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে রজব, ১৪৪৬ হিজরি
কুলিয়ারচরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪
"পুলিশই জনতা, জনতাই পুলিশ" এ স্লোগানকে হৃদয়ে ধারন করে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকদ্রব্য, কিশোরগ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যার প্রবণতা, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া, জালনোটের বিস্তার, গবাদি পশু চুরি, মারামারি, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা, সড়ক ও রেল দুর্ঘটনা রোধকল্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে কুলিয়ারচর থানার ৪নং বিট এর আয়োজনে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চারা বাজারে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
এবসময় কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সহ-সভাপতি ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এড. মশিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান।
এসময় ৪নং বিটের দায়িত্বরত অফিসার কুলিয়ারচর থানার এসআই শুভ আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি, জেলা বিএনপি'র সদস্য ও গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন খান শাহজাহান, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. মহসিন রানা বাদল, সাধারণ সম্পাদক হাফেজ মো. মাসুদ আহমেদ, ইউনিয়ন বিএনপি'র সাবেক আহবায়ক মো. শামসু মিয়া ও ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম (এলেম)।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খাঁন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম রেজা, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিক হাসান, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জুবায়ের রনি ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পলাশ প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. নয়ন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত রহমান (সাজু), ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোখলেছুর রহমান, সদস্য সচিব আকরাম হোসেন, যুগ্ম আহবায়ক মো. আল আমিন (সোহেল), ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মিজানুর রহমান ইকবাল, ৭নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. রবিন মিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
শুরুতে কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখা'র আমির মো. ইদ্রিস আলী।
বিট পুলিশিং সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র পক্ষ থেকে বক্তারা বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের কোন নেতা-কর্মী যাতে কোন প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড না করতে পারে সে দিকে সকলেই খেয়াল রাখতে হবে। দলের কেউ যদি কোন রকম অপরাধের সাথে জড়িত হওয়ার প্রমাণ পাওয়া যায় তাহলে সে যত বড় নেতাই হোক না কেন দল থেকে তাকে বহিষ্কার করা হবে। তারা পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, অপরাধীরা যে দলেরই হোক না কেন তাদের ছাড় দেওয়া যাবেনা। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। এছাড়া যাদের নিকট অবৈধ অস্ত্র আছে তা অতি দ্রুত উদ্ধার করতে হবে। অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করারও আশ্বাস দেন বক্তারা।
এসময় প্রধান অতিথি কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.