|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার গঠিত
প্রকাশের তারিখঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪
সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার গঠিত
দৈনিক আজকালের নাসির আল মামুনকে সভাপতি এবং দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের শিয়াবুর রহমানকে সাধারণ সম্পাদক করে সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠিত হয়েছে।
জাতীয় প্রেসক্লাবে শনিবার বিকেলে আয়োজিত এক সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আসিফ হাসান নবী (আজকের প্রভাত) এবং মো. শরীফুল ইসলাম (জনকণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ মতিউর রহমান (নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ রেজা মাহমুদ (নিউ নেশন) এবং নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আজাদ (ডেইলি ইন্ডাস্ট্রি), এম এ নোমান (এনটিভি), রাশেদ আহমেদ (নিউ এইজ) ও মো. মোস্তফা খান (ইত্তেফাক)।
সভায় সার্কের ভবিষ্যতের উপর একটি সেমিনার আয়োজনের সিদ্ধান্ত হয় এবং এ অঞ্চলের সাংবাদিকদের মধ্যে নিবিড় যোগাযোগ স্থাপনের উপর গুরুত্ব আরোপ করা হয়
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.