|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
বাগেরহাটের কচুয়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রধান আসামি গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
বাগেরহাটে কচুয়ায় পুলিশের সামনেসাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রধান আসামি রাসেলশেখ কে আটক করা হয়েছে।কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের আলীপুর এলাকায় সংবাদ সংগ্রহের সময় বাগেরহাট জেলার ডিবিসি নিউজ, এশিয়ান টিভি, দীপ্ত টিভি ৩ সাংবাদিকে মারধর করে সাংবাদিকদের মোবাইল ও ক্যামেরা ভাংচুর মামলার অভিযোগের প্রেক্ষিতে শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনী অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আলিপুর এলাকার নজরুল শেখের ছেলে অভিযুক্ত প্রধান আসামি রাসেল শেখকে আটক করে কচুয়া থানায় হস্তান্তর করেছে।
এ বিষয় কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মহসীন হোসেন বলেন, আলিপুর এলাকা থেকে অভিযুক্ত রাসেল শেখকে আটক করা হয়েছে। আটক ব্যাক্তিকে বাগেরহাট জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। কচুয়া থানায় মামলা নং- ২।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.