|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবির কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪
সাখাওয়াত হোসেন, (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার সরকারি প্রণোদনা কর্মসুচীর আওতায় বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০’টায় উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষদের মাঝে প্রণোদনাগুলো বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে কৃষকদের হাতে সরকারি প্রণোদনার উপকরণ গুলো তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি ও মহিলাবিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান সহ প্রান্তিক কৃষকগণ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান বলেন, খরিপ ২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় উপজেলার ১৩০ জন কৃষকের প্রত্যেককে ১০ কেজি ডিএফপি, ৫ কেজি এমওপি সার ও ৫ কেজি উচ্চ ফলনশীল মাসকালাই বীজ বিনামূল্যে দেওয়া হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.