|| ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ || ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে ২৬ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার-১
প্রকাশের তারিখঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪
সাখাওয়াত হোসেন,(জয়পুরহাট) প্রতিনিধি
আজ ১২ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে, পাঁচবিবির মালঞ্চা হঠাৎপাড়া গ্রাম হতে, ২৬ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব-৫। গ্রেফতারকৃত মাদক কারবারী উপজেলার মালঞ্চা হঠাৎপাড়া গ্রামের মজনু মিঞার পুত্র জাহাঙ্গীর আলম (৪৫) ।
গতকাল ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসময় র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত জাহাঙ্গীর এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে হিলি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে মালঞ্চা হঠাৎপাড়া বাজারে তার নিজ মুদি দোকানে মজুদ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করেন। এসময় তার দোকানে তল্লাশি চালিয়ে ২৬ বোতল ভারতীয় ফেনসিডিল সহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
পরে গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.