|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
মিরসরাইয়ে মালবাহী ট্রেন লাইনচ্যুত
প্রকাশের তারিখঃ ১০ সেপ্টেম্বর, ২০২৪
মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসদর এলাকায় একটি মালবাহী ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
রেলওয়ের পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, মালবাহী ট্রেনটি পোর্ট থেকে মাল নিয়ে ঢাকায় যাচ্ছিল। সিনকিআস্তানা স্টেশনের এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়।
রেলের লুপ লাইনের অংশে এ ঘটনা ঘটে। তিনি আরো জানান, বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষে জানানো হয়েছে। শিগগিরই উদ্ধার কার্যক্রম শুরু হবে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.