|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
পাঁচবিবির বাগজানায় ইউনিয়ন জামায়াতের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১০ সেপ্টেম্বর, ২০২৪
সাখাওয়াত হোসেন,(জয়পুরহাট) প্রতিনিধিঃ
মানুষের অধিকার আদায়ের ঠিকানা বাংলাদেশ জামায়াতে ইসলামী। যারা আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে তারাই এদেশের মালিকানার অধিকারী। আওয়ামীলীগকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। কর্মী সমাবেশে এ কথাগুলোই বললেন জামায়াতের নেতারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে আরো গতিশীল করতে দীর্ঘ ১৬ বছর পর আজ ১০ ই সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রকাশ্যে বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল কর্মী ও সুধী সমাবেশে অনুষ্ঠিত হয় ।
এ সমাবেশে সভাপতিত্ব করেন বাগজানা ইউনিয়ন জামায়াতের আমির মোঃ তৌফিকুল ইসলাম। ইউনিয়ন জমায়েতের যুব বিভাগের সেক্রেটারি মোঃ শাহাদত হোসেন ইবাদতের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রিয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান,উপজেলা জামায়াতের আমীর ডাঃ সুজাউল করিম, সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার, উপজেলা নায়েবে আমীর শফিকুল ইসলাম মাস্টার,অধ্যাপক আজিজুল হক ঠান্ডা,আটাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাও:মোঃ শামছুল আলম, ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওঃ মোঃ সাজেদুর রহমান সাজু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওঃ আব্দুল ওয়াদুদ,ছাত্রশিবির পাঁচবিবি উপজেলা পূর্ব শাখার সভাপতি হাফেজ মোঃ রুহুল আমিন ও পশ্চিম শাখার সভাপতি আব্দুল মুকিত প্রমুখ। এ সমাবেশে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.