|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মার্কেন্টাইল ব্যাংক
প্রকাশের তারিখঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪
সেপাল নাথ
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর উদ্যোগে ছাগলনাইয়া উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৪'শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন দূর্গাপুরে হোসাইন ভিলার প্রাঙনে এই ত্রাণ সামগ্রী বিতরণে উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোশাররফ হোসেন।
মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক আলহাজ্ব মোশাররফ হোসেনের সৌজন্যে মার্কেন্টাইল ব্যাংক পিএলসির আর্থিক সহযোগিতায় ছাগলনাইয়া পানিবন্দি হওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার ও ছাগলনাইয়া শাখা প্রধান মো. বাহার উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুর রহিম পাটোয়ারীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোনাল হেড ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফরহাদ হোসেন, আহম্মদ হোসেন, আকবর হোসেন ও উপজেলা যুবদলের সদস্য ফয়েজ আহমেদ প্রমূখ।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পরিচালক আলহাজ্ব মোশাররফ হোসেন বলেন, আমরা ব্যাংকের সেবার পাশাপাশি দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের এ সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবো।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.