|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
খুলনার পাইকগাছায় ডিকেএসপি উদ্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশের তারিখঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
দাকোপ খুলনা শিক্ষা পরিবার (ডিকেএসপি) কর্তৃক পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে ১৬০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রতিটি শিক্ষার্থী কে ১ টি ছাতা,১টি জলের বোতল, ১ টি স্কুল ব্যাগ,খাতা ও কলমসহ মোট১০ টি উপকরণ প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে হেমন্ত কুমার বৈদ্য সকলকে শুভেচ্ছা জানিয়ে দাকোপ খুলনা শিক্ষা পরিবারের শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম তুলে ধরেন এবং সে ধারাবাহিকতায় বন্যা কবলিত পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের উদয়ন বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিনগর ও দারুন মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারুন মল্লিক এর শিক্ষার্থীদের মাঝে ডিকেএসপির পক্ষ থেকে কিছু শিক্ষা সামগ্রী দিয়ে বানভাসি মানুষের পাশে থাকতে পারার জন্য গৌরববোধ করেন। এছাড়াও তিনি অগণিত হৃদয়বান সংগঠনপ্রেমী দাতা বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবশেষে সংগঠনের সমন্বয়ক মি. অসীম ঘরামীসহ কমিটির সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বানভাসি মানুষের দু:খ-দুর্দশা দ্রুত মুক্ত হওয়ার প্রার্থনা জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে সংক্ষিপ্ত কথা শেষ করেন।
ডিকেএসপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেমন্ত কুমার বৈদ্য ( সভাপতি) ,অনিমেষ মন্ডল ( কোষাধক্ষ্য), অলোকেশ রায় (সদস্য) অসীম ঘরামী (সমন্বয়ক), অচ্যুত প্রসাদ মিস্ত্রী (নির্বাহী সদস্য) সৌমেন মন্ডল (সদস্য) অনুপম গোলদার প্রমুখ।
এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১০৬ নং উদয়ন বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল সরদার এবং ১৫ নং দারুণ মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরভ রায়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.