|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সাংবাদিক নাদিম হত্যা মামলার চার্জশিট দাখিল প্রত্যাখ্যান করে পুনঃ তদন্তের দাবি বাদীর
প্রকাশের তারিখঃ ৭ সেপ্টেম্বর, ২০২৪
মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে।
মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গত ২৭ আগস্ট জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বকশীগঞ্জ এর আমলী আদালতে সিআইডি এই চার্জশিট দাখিল করেছে।
বিষয়টি গত বুধবার জানাজানি হলে প্রকৃত আসামিকে চার্জশিটভুক্ত না করায় ক্ষুব্ধ হয়েছেন মামলার বাদী মনিরা বেগম। এ ঘটনার ১৪ মাস পর মামলার অভিযোপত্র দেওয়া হলো।
দাখিলকৃত ওই চার্জশিটে প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও বহিস্কৃত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু, রাকিবিল্লাহ রাকিব, রেজাউল করিম, শরিফ মিয়া, মনিরুজ্জামান মনির, বাদশা মিয়া, মো. শাহজালাল মিয়া, শফিকুল ইসলাম ও মো. তোফাজ্জল মিয়াকে অন্তর্ভুক্ত করা হয়।
পাশাপাশি মামলার এজাহারের দুই নম্বর আসামি ও চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলে ফাহিম ফয়সাল রিফাতসহ ২৭ জনকে বাদ দেওয়া হয়েছে।
এদিকে মামলার দুই নম্বর আসামি সহ প্রকৃত আসামিকে মামলায় চার্জশিট থেকে বাদ দেওয়ায় দাখিলকৃত চার্জশিট প্রত্যাখ্যান করেছেন নাদিম হত্যা মামলার বাদী মনিরা বেগম। তিনি মামলার পুনরায় তদন্ত করে চার্জশিট দেওয়ার দাবি জানান।
উল্লেখ্য, গত বছরের ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজ ২৪ ডটকমের সংবাদিক গোলাম রাব্বানী নাদিম। পর দিন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এ ঘটনায় ১৮ জুন বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করেন তার স্ত্রী মনিরা বেগম।
সেই মামলায় দীর্ঘ তদন্ত শেষে ১৪ মাস পর চার্জশিট দাখিল করেন সিআইডি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.