|| ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
সকল পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে” –সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সভায় বক্তারা
প্রকাশের তারিখঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪
সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর (বৃহষ্পতিবার) দুপুরে ফেনীর অভিজাত রেডিক্স হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সোনাগাজী প্রেসক্লাব সভাপতি মেহরাব হোসেন মেহেদির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াছ সুমনের সঞ্চালনায় বক্তব্য দেন, ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মনির আহমদ, গাজী মোহাম্মদ হানিফ, ওবায়দুল হক, জহিরুল হক খান সজিব, আফতাব হোসেন মমিন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছালাহ উদ্দিন, শহীদুল ইসলাম, সহ সভাপতি বাহার উল্যাহ বাহার, নুরুল আলম মহব্বত, যুগ্ন-সম্পাদক রাসেল চৌধুরী।
আরো বক্তব্য দেন- যুগ্ন সম্পাদক আবদুর রহিম, কোষাধ্যক্ষ মোল্লা ইলিয়াছ সুমন, প্রচার সম্পাদক আবদুর রহিম রুবেল, নির্বাহী সদস্য শুকলাল দেবনাথ, অ্যাডভোকেট হেদায়েত উল্যাহ ভুঞা, মহিউদ্দিন খোকন প্রমুখ।
বক্তারা বলেন, দেশে দৃশ্যমান ও অদৃশ্য বিভিন্ন ধরনের দুর্যোগ চলছে। একে-অপরকে ঘায়েলের পায়তারা চলছে। নাগরিকদের মত সাংবাদিকরাও ক্রান্তিকাল অতিক্রম করছেন। সকল পরিস্থিতিতে সোনাগাজী প্রেসক্লাব সদস্যদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল দুর্যোগ মোকাবিলায় একে-অপরকে সহযোগীতা করতে হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.