|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মীরসরাইয়ে খবরিকার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থদের মানবিক উপহার দিলেন সৈয়দ আব্দুল আলীম তুহিন
প্রকাশের তারিখঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪
মীরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধি
মীরসরাই উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মধ্য যাঁদের ঘর ভেঙ্গে নস্ট হয়ে গেছে তাদের গৃহ সংস্কারের জন্য মানবিক উপহার প্রদান করা হয়েছে। উপজেলার জোরারগঞ্জ থানাধীন দুর্গাপুর, কাটাছরা, মিঠানালা, ইছাখালী, জোরারগঞ্জ, হিঙ্গুলী ও করেরহাট ইউনিয়নের ক্ষতিগ্রস্থদের বাড়ীতে গিয়ে উক্ত অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় ক্ষতিগ্রস্থ ৪০ জনকে নগদ ৫ হাজার টাকা করে মোট ২ লক্ষ টাকা টাকা সহায়তা প্রদান করা হয়। উক্ত আর্থিক সহায়তা প্রদান করেন স্থানীয় পাক্ষিক খবরিকার প্রধান সম্পাদক ও আর এন ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল আলীম তুহিন। খবরিকার ব্যবস্থাপনায় উক্ত মানবিক উপহার বিতরনকালে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সৈয়দ ফজলুল হক, সৈয়দ সাইফুল হাদী, নুরুস ছোবহান ভূঞা, নুরুল হুদা ভূঞা, সৈয়দ মাঈনুর হাদী, সৈয়দ সিবজাত উল্লাহ, সাংবাদিক বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খবরিকার সম্পাদক মাহবুব পলাশ, রাজিব মজুমদার, নাছির উদ্দিন, রনজিত কুমার ধর, কামরুল ইসলাম, নিয়াজ উদ্দিন নিপু ও তাকিবুর রহমান প্রমুখ।
এসময় উক্ত মানবিক উপহার প্রদানকারী সৈয়দ আব্দুল আলীম তুহিন বলেন বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে আমি আমার সাধ্যমতো যেভাবে দাঁড়িয়েছে এভাবে সামর্থ্যবান সকলে এগিয়ে এলে কারোই দু:খ কষ্ট আর থাকবে না। উল্লেখ্য যে, তিনি তাঁর সৎ উপার্জনের অর্থ থেকে সমাজের এতিম দু:স্থ ও অসহায় মানুষদের পাশে সদা সাধ্যমতো থাকার চেষ্টা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.