|| ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২৭শে রমজান, ১৪৪৬ হিজরি
ফের প্রযোজনায় আসছেন যুবরাজ
প্রকাশের তারিখঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪
সময়ের আলোচিত খল অভিনেতা মোহাম্মদ মনির হোসেন ( যুবরাজ )। তবে মিডিয়ায় তিনি যুবরাজ নামে পরিচিত পেয়েছেন। অর্ধ যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। শোবিজে এর আগে পা রাখলেও চলচ্চিত্রে পার করেছেন অর্ধযুগ। এরই মধ্যে বেশকিছু চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। করেছেন প্রযোজনাও।
ক্যারিয়ারের শুরুর কথা জানিয়ে যুবরাজ বলেন, অভিনয় নিয়ে দারুণ আগ্রহ থাকলেও শুরুর দিকে ভয় পেতাম আমি পারব কিনা সে কথা ভেবে। কিন্তু ধীরে ধীরে সেই ভয় কাটাতে সাহায্য করে আমার বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং পরিবার।যেহেতু আগে থেকেই শোবিজের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলাম তাই চাপ কিছুটা হালকা লেগেছিল। এখন অভিনয় ঘিরেই ব্যস্ততা।
যুবরাজ অভিনয়ের পাশাপাশি ব্যবসা করছেন। মাঝে অভিনয়ে নিয়মিত ছিলেন না। তবে এখন থেকে নিয়মিত হবেন বলে জানিয়েছেন। চলচ্চিত্রে তার শুরুটা হয়েছিল সাদেক সিদ্দিকীর 'হৃদয়ে ৭১' সিনেমার মাধ্যমে। এরপর সাইফ চন্দনের 'আব্বাস' চলচ্চিত্রের মাধ্যমে আলোচনায় আসেন।
যুবরাজ বলেন, এই আব্বাস চলচ্চিত্রটি আসলে আমাকে সামনে যেতে অনুপ্রেরণা যুগিয়েছে। তারপর রফিক সিকদার পরিচালিত 'হৃদয় জুড়ে' চলচ্চিত্রে প্রধান খল অভিনেতা হিসেবে আলোচনায় আসি।
এরপর সাইফ চন্দনের ওস্তাদ, কয়লা, আসিফ ইকবাল জুয়েলের ফোর্স, অনিক বিশ্বাসের খোদা হাফেজ, বেলাল সানির পরিবর্তন, রিয়াজুল রিজুর ব্লাক লাইট-এ প্রধান খল চরিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনাও করেন। মোহাম্মদ মনির হোসেন ( যুবরাজ ) প্রযোজিত প্রথম চলচ্চিত্র 'হৃদয় জুড়ে'। যেখানে প্রথমবারের মতন জুটিবদ্ধ হয়ে কাজ করেন নীরব এবং প্রিয়াংকা সরকার ( কোলকাতা)। এই সিনেমায় প্লেব্যাক করে বেলাল খান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। খুব শীঘ্রই আবার প্রযোজনায় ফিরবেন বলে জানিয়েছেন এই খল অভিনেতা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.