|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে শাহীন ক্যাডেট স্কুলের পরিচালকের অপসারণ দাবি, শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা
প্রকাশের তারিখঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪
মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে শাহীন ক্যাডেট স্কুলের পরিচালকের অপসারণ দাবি করেছে শিক্ষার্থীরা। অপসারণ দাবি করাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুটি গ্রæপের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলা মোড়ে অবস্থিত শাহীন ক্যাডেট স্কুল বকশীগঞ্জ শাখায় এ ঘটনা ঘটে।
ওই প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবক জানান, শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক আনোয়ার হোসেন বিভিন্ন সময় নবম শ্রেণির মেয়ে শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর কথাবার্তা ও অশ্লীল অঙ্গভঙ্গি করে থাকেন। বুধবার বিষয়টি জানাজানি হলে নবম শ্রেণির শিক্ষার্থীরা এর প্রতিবাদ করেন।
এক পর্যায়ে শিক্ষার্থীরা পরিচালক আনোয়ার হোসেনের অপসারণ দাবিতে বিক্ষোভ শুরু করলে আনোয়ার হোসেনের পক্ষের কিছু শিক্ষার্থী বিক্ষোভরত শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষের শিক্ষার্থীদের সরিয়ে দেয়।
যৌন হয়রানির বিষয়ে অভিযুক্ত পরিচালক আনোয়ার হোসেন জানান, এটা যারা অভিযোগ করেছে তারাই মূল হোতা।
এবিষয়ে শাহীন ক্যাডেট স্কুল বকশীগঞ্জ শাখার আরেক পরিচালক মতিয়ার রহমান জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে, আশা করি দ্রæত সব কিছুর সমাধান হবে।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, পরিচালকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা শুরু হলে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এব্যাপারে সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে।
শাহীন ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিভাবকরা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.