|| ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি
পাঁচবিবির বিভিন্ন জলাশয়ে পোনা অবমুক্তকরণ
প্রকাশের তারিখঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪
সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে গত সোমবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা জি, এম সেলিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি ও উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক প্রফুল্য চন্দ্র রায় সহ বিভিন্ন সরকারি জলাশয়ের তদারকি কমিটি ও মৎস্যচাষী সমিতির লোকজন। ২০২৪-২৫ অর্থ বছরে উপজেলার বিভিন্ন জলাশয়ে রাজস্ব খাতের আওতায় এসব পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলার ১৬টি সরকারি ও বে-সরকারি জলাশয়ে ৩২২ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এরমধ্যে ছিল রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, পাবদা, শিং ও মাগুর সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছিল।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.