|| ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি
জয়পুরহাট জেলা বিএডিসির বীজ-সার এসোসিয়েশনের কমিটি গঠন।।সভাপতি-নাজমুল, শাহিন-সম্পাদক
প্রকাশের তারিখঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪
সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধি
জয়পুরহাট জেলা বিএডিসি বীজ ও সার এসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের বীজভান্ডার এলাকা হিসাবে পরিচিত বিহারীপাড়ায় আমদই ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম রব্বানীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সংগঠনের সকল সদস্যর সর্ব সন্মতিক্রমে মেসার্স নাজমুল টেড্রার্সের সত্বাধিকারী ও বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হককে সভাপতি ও তরুন বীজ ভান্ডারের সত্বাধিকারী মোঃ শাহিন মোস্তফাকে সাধারন সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করা হয়। এসময় স্বার্ণলী এন্টারপ্রাইজের সত্বাধিকারী মোঃ জুলফিক্কার আলী ভ্ট্টুুকে সংগঠনের আয়-ব্যয়ের হিসাব রাখতে দপ্তর সম্পাদকের দ্বায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তীতে সাধারন সভার মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানান, কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ। জয়পুরহাট বিএডিসি বীজ ও সার এসোসিয়েশনের মোট ২১১ জন সদস্য।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.