|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আজ রাত ১২টার পর যৌথ অভিযান শুরু
প্রকাশের তারিখঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪
স্বপন কুমার রায় (খুলনা ব্যুরো অফিস)
আজ মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টার পর যৌথ অভিযান শুরু হবে জানিয়েছেন অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্টজেনারেল (অব)মোঃজাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এরপর মঙ্গলবার মধ্যরাত ১২ টারপর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধী গ্রেপতারে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে।সরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়,জননিরাপত্তা বিষ্ণকারী সব কার্যকলাপের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।সরকার সব দুস্কৃতকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অচিরেই অভিযান চালাবে এবং দলমত নির্বিশেষে আইনি ব্যাবস্হা গ্রহন করবে।
,আজকের সভা ছিল আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা।এ সভায় দেশের আইনশৃঙ্খলা নিয়ে কথা হয়েছে।কিভাবে আইনশৃঙ্খলা পরিস্হিতি উন্নত করা যায়,সেসব নিয়ে কথা হয়েছে।এ নিয়ে আমরাকিছু পদক্ষেপও নেব।জাহাঙ্গীর আলম বলেন,আজই সব বৈধ এবং অবৈধ অস্ত্র জমাদানের শেষ দিন।আগামীকাল (বুধবার) রাত ১২ টা আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য,আমরা যেন অবৈধ অস্ত্রগুলো সংগ্রহ করতে পারি।আমি এ নিয়ে আপনাদের সহযোগিতা চাচ্ছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.