|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে চ্যানেল আই সেরা কন্ঠ প্রতিযোগিতায় রাঈশা প্রথম
প্রকাশের তারিখঃ ৩ সেপ্টেম্বর, ২০২৪
সাখাওয়াত হোসেন, (জয়পুরহাট) প্রতিনিধি
পাঁচবিবিতে চ্যানেল আই সেরা কন্ঠ প্রতিযোগিতায় লোকসংগীত বিভাগে ষষ্ঠ শ্রেণির ছাত্রী রিদওয়ানাহ আমিন রাঈশা প্রথম স্থান অধিকার করেছে এবং সে, জেলা পর্যায়ে অংশগ্রহণ করেছে। তার পিতাঃ এস,এম,রুহুল আমিন- রূপালী ব্যাংক পিএলসি, মোলামগারীহাট শাখার ব্যবস্থাপক। মা ফারজানা ফেরদৌসী বালুঘাট বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তার বাড়ি পাঁচবিবি উপজেলার দমদমা (ফতেপুর) গ্রামে।
পরিবার সূত্রে জানা যায়, রাঈশা এ যাবত বিভিন্ন প্রতিযোগিতায় ৩ বার লোক সংগীতে বিভাগীয় পর্যায়ে জয়পুরহাট জেলার প্রতিনিধিত্ব করেছে। অসংখ্যবার উপজেলা পর্যায়ে ১ম স্থান অধিকার করেছে। চলতি বছর আগস্ট মাসে জয়পুরহাট জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত চ্যানেল আই সেরা কন্ঠ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেও লটারী নামক ভাগ্যের কাছে পরাজয় বরণ করে। সে ছাত্রী হিসেবেও অনেক মেধাবী। বহু গুণে গুণান্বিত। পাঁচবিবি সমিরনের নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণী পর্যন্ত সে প্রথম স্থান ধরে রেখেছিল। বর্তমানে ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেনীতে অধ্যায়ন করছে। গান ছাড়াও কবিতা আবৃত্তি, নাচ, অঙ্কনে উপজেলা পর্যায়ে অসংখ্য পুরস্কার পেয়েছে। ২ বোনের মধ্যে সে ১ম। সম্ভাবনাময় ক্ষুদে শিল্পী রিদওয়ানাহ আমিন রাঈশা জানায়,সে ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। সে সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.