|| ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১লা রমজান, ১৪৪৬ হিজরি
মিরসরাই উপজেলা জামায়াতের সাবেক আমীর মফিজুর রহমানের উপর হামলা
প্রকাশের তারিখঃ ২ সেপ্টেম্বর, ২০২৪
বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলার সাবেক আমীর মোঃ মফিজুর রহমান নিজামীর উপর হামলার ঘটনা ঘটেছে।
উপজেলা জামায়াতের আমির নুরুল কবির এক বিবৃতিতে জানান, হামলায় আহত মফিজুর রহমান মস্তান নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
৭ নং কাটাছড়া ইউনিয়নের বামন সুন্দর দারোগার হাট এর পুর্বপাশে জুয়া কাজী ভূইয়া বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
মফিজুর রহমান নিজামীর ছেলে ফেইজবুক আইডিতে লিখেন যে যেভাবে পারেন আমার মা কে উদ্ধার করেন। আমার বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা শহর থেকে আসছি। কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না।
এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা আমীর মোঃ নুরুল কবির সেক্রেটারি মোঃ আনোয়ার উল্লাহ আল মামুন বলেন বিনা উস্কানিতে সম্পূর্ণ ঠান্ডা মাথায় সন্ত্রাসী হামলা কোন অবস্থায় বরদাস্ত করা হবে না।হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের কে গ্ৰেপ্তারের জোর দাবি জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.