|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
ডক্টরস্ ক্লাব অব ভৈরব এর উদ্যোগে বন্যাকবলিত এলাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
প্রকাশের তারিখঃ ১ সেপ্টেম্বর, ২০২৪
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য" এ স্লোগানকে সামনে রেখে ডক্টরস্ ক্লাব অব ভৈরব এর উদ্যোগে বন্যাকবলিত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
গত (২৬ আগস্ট) সোমবার দিনব্যাপী ক্লাবের সদস্যদের নিয়ে কুমিল্লা'র বুড়িচং-এ বন্যা কবলিত এলাকায় আর্তমানবতার সেবায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ।
চিকিৎসা সেবায় অংশগ্রহণ করেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. আব্দুল আউয়াল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডা. ইমরান, ডা. সোহরাফ, ডা. মোস্তাফিজ ও মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন এর সভাপতি প্রাপনসহ বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন এর মহাসচিব ডেন্টিস্ট মো. কামাল হোসেন।
বন্যা কবলিত এলাকায় চিকিৎসা সেবায় সহযোগিতা করেন বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.